নরসিংদীর পলাশে সড়কের ইট তুলে দেয়াল নির্মাণের অভিযোগ
- পলাশ (নরসিংদী) সংবাদদাতা
- ১২ নভেম্বর ২০২৪, ১৬:১৯
নরসিংদীর পলাশে সরকারি রাস্তা থেকে ইট তুলে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে সুভাশ সেন নামে একজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকার বুড়িবাড়ি গ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সড়কের এসব ইট তুলে সড়কের মাঝে এ দেয়াল নির্মাণ করা হয়েছে। এতে করে ওই গ্রামের ৫০টি পরিবারের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, ‘এলাকাবাসীর চলাচলের জন্য গত ছয় মাস আগে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্ধ থেকে বুড়িবাড়ি গ্রামে সড়কটি নির্মাণ করে উপজেলা পরিষদ। এ এলাকার সুভাশ সেন সড়কের ওই ইট তুলে সড়কের মাঝে দেয়াল নির্মাণ করেছে। এলাকাবাসী বাধা দিতে গেলে হুমকির শিকার হতে হচ্ছে।’
এ ব্যাপারে অভিযুক্ত সুভাশ সেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘সড়কের জমি তার নিজের। তাই তিনি সেখান থেকে আগের তৈরি রাস্তার ইট তুলে নতুন করে দেয়াল নির্মাণ করছেন।’
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন জানান, ‘সরকারিভাবে কোনো রাস্তা নির্মাণ হলে সেখানে কেউ জমির মালিক থাকলেও তিনি রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা