নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষে গার্মেন্টস মালিক আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১২ নভেম্বর ২০২৪, ১২:৪৩, আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১২:৫৪
বকেয়া বেতন না দিয়ে বারবার সময় ক্ষেপণ করে পরিকল্পিতভাবে শ্রমিকদের রাস্তায় নামিয়ে অসন্তোষ তৈরি ও শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগ আওয়ামী লীগ নেতা ও গার্মেন্টস মালিক আসলাম সানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে নারায়ণগঞ্জ কলকারখানা অধিদফতর।
মঙ্গলবার সকালে নয়া দিগন্তকে মামলার কথা নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কল কারখানা অধিদফতরের উপ-মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ।
রাজীব চন্দ্র ঘোষ বলেন, শ্রম আইন লঙ্ঘন করার অপরাধে অবন্তী গার্মেন্টসে মালিক আসলাম সানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সময়সীমার মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ না করে তিনি শ্রম আইন লঙ্ঘন করেছেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল শ্রমিকদের সাথে আলোচনা করেছে। বেতন পরিশোধ না করায় কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কল কারখানা অধিদফতর। এ সময় তারা শ্রমিকদের আশ্বস্ত করে বলেছেন যে এই মামলার পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের টাকা পাবেন।
তিনি আরো বলেন, এই প্রক্রিয়ায় শ্রমিকরা যদি বেতন না পায় তাহলে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন সেই ব্যবস্থাই নেয়া হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে।
এর আগে সোমবার সকালে বিসিকে বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে গার্মেন্টস-শ্রমিকরা। এ সময় ক্রোনীসহ বেশ কয়েকটি গার্মেন্টসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে দুপুরে পুরো বিসিক শিল্পাঞ্চল বন্ধ করে দেয় তারা। পুলিশ ও প্রশাসনের সদস্যরা আলোচনা শেষে শ্রমিকদের আশ্বস্ত করলে বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
নরসিংদীর বেলাবো এলাকার বাসিন্দা অবন্তী কালারটেক্স লিমিটেড কারখানার মালিক আসলাম সানী। তিনি বেলাবো উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা