১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

নরসিংদীতে ভারতীয় পণ্য বোঝাই কাভার্ডভ্যান আটক

- ছবি : প্রতীকী

নরসিংদীর রায়পুরা থেকে অবৈধ ভারতীয় পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সকল প্রসাধনী ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য এক কোটি টাকা হতে পারে।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন এ তথ্য জানান।

এর আগে রোববার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নারায়পুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশন এলাকা থেকে ভ্যানটি আটক করা হয়।

এ সময় চালক পালিয়ে গেলেও তার সহযোগীকে আটক করা হয়েছে। আটক সহযোগী সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানের নেতৃত্বে রোববার রাতে ডিবি পুলিশের একটি দল শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকার ইটাখোলা মোড়ে অবস্থান নেয়। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে সিলেট থেকে একটি কাভার্ডভ্যান আসছে। তাতে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসামগ্রী রয়েছে। কর ও শুল্ক ফাঁকি দিয়ে সেগুলো আনা হয়েছে। সংবাদ পেয়ে ডিবি পুলিশের দল ভৈরবের দিকে এগিয়ে যেতে থাকে। পরে তারা রায়পুরা এলাকার লাল মিয়ার ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যান দেখতে পায়। কাভার্ডভ্যানে কী আছে, চালককে জিজ্ঞেস করলে তিনি দৌঁড়ে পালিয়ে যান। পরে চালকের সহযোগী সাদেকসহ ভ্যানটি আটক করে নরসিংদী ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন যে পণ্যগুলো সিলেটের সীমান্ত এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিলেন তারা। তবে ওই সকল পণ্যের কোনো চালান কপি বা রশিদ দেখাতে পারেননি তিনি।

তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে।


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের রেকর্ডের পরিসংখ্যান ড. ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি : আপিল বিভাগ ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহার ও টিসিবির ট্রাক-সেল চালুর দাবি নাগরিক কমিটির বিদেশে টাকা পাচারকারিরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে : প্রেস সচিব ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দিলেন ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত’ ট্রেসি অ্যান ৫ আগস্টের পর যেমন আছে ত্রিপুরার সীমান্তবাসীরা কুষ্টিয়ায় ড্রাম ট্রাক চাপায় নিহত ১, আহত ৩ শীত ঝড়ের কারণে আমেরিকাতে ৩ হাজার ফ্লাইট বাতিল ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস বন্ধের দাবি যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই লেবানন থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : পুলিশ প্রতিবেদন

সকল