১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

নরসিংদীতে ভারতীয় পণ্য বোঝাই কাভার্ডভ্যান আটক

- ছবি : প্রতীকী

নরসিংদীর রায়পুরা থেকে অবৈধ ভারতীয় পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সকল প্রসাধনী ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য এক কোটি টাকা হতে পারে।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন এ তথ্য জানান।

এর আগে রোববার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নারায়পুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশন এলাকা থেকে ভ্যানটি আটক করা হয়।

এ সময় চালক পালিয়ে গেলেও তার সহযোগীকে আটক করা হয়েছে। আটক সহযোগী সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানের নেতৃত্বে রোববার রাতে ডিবি পুলিশের একটি দল শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকার ইটাখোলা মোড়ে অবস্থান নেয়। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে সিলেট থেকে একটি কাভার্ডভ্যান আসছে। তাতে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসামগ্রী রয়েছে। কর ও শুল্ক ফাঁকি দিয়ে সেগুলো আনা হয়েছে। সংবাদ পেয়ে ডিবি পুলিশের দল ভৈরবের দিকে এগিয়ে যেতে থাকে। পরে তারা রায়পুরা এলাকার লাল মিয়ার ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যান দেখতে পায়। কাভার্ডভ্যানে কী আছে, চালককে জিজ্ঞেস করলে তিনি দৌঁড়ে পালিয়ে যান। পরে চালকের সহযোগী সাদেকসহ ভ্যানটি আটক করে নরসিংদী ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন যে পণ্যগুলো সিলেটের সীমান্ত এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিলেন তারা। তবে ওই সকল পণ্যের কোনো চালান কপি বা রশিদ দেখাতে পারেননি তিনি।

তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে।


আরো সংবাদ



premium cement
হাসিনা-মোদি চুক্তির আলোকে দহগ্রামে সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে নারায়ণগঞ্জে গডফাদার সৃষ্টি করেছে’ আরো ৩২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল প্রাথমিক পর্যায়ে সাক্ষরতা অর্জন নিশ্চিত করা জরুরি : গণশিক্ষা উপদেষ্টা কৃষি সম্প্রসারণ অধিদফতরের নাম বদল ও পুনর্গঠনের দাবি কৃষিবিদদের চট্টগ্রামে হিন্দু এনজিওকর্মীর আত্মহত্যাকে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে প্রচার মিথ্যা প্রমাণিত পদ্মায় ধরা পড়ল বিশাল বোয়াল, অর্ধ লাখ টাকায় বি‌ক্রি ফরিদপুরে যুবককে ওঠিয়ে নিয়ে চোখ তুলে হত্যা ২ শ্রেণিকক্ষ ও ৩ শিক্ষক নিয়েই চলছে ইবির সমাজকল্যাণ বিভাগ থানায় সেবা নিতে কোনো ধরনের তদবিরের প্রয়োজন নেই বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে : সড়ক উপদেষ্টা

সকল