২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ, গার্মেন্টস ভাঙচুর

ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ, গার্মেন্টস ভাঙচুর - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্প এলাকা বিসিকে বেতন-ভাতার দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টসশ্রমিকরা। এ সময় কয়েকটি গার্মেন্টসে ভাঙচুর চালায় তারা।

সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার বিসিক এলাকায় ক্রোনী অ্যাপ্যারেলসের সামনে এ ঘটনা ঘটে।

বিনা নোটিশে বেতন পরিশোধ না করে গার্মেন্টস বন্ধ করে দেয়ায় অবন্তী ও ক্রোনী গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে রাখে। এ সময় ক্রোনীসহ বেশ কয়েকটি গার্মেন্টসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। দুপুরে পুরো বিসিক শিল্পাঞ্চল বন্ধ করে দেয় তারা।

অবন্তী কালার টেক্স গ্রুপের শ্রমিকরা বিসিক শাহী মসজিদ থেকে রাস্তা বন্ধ করে রাখে। বিসিকের ২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে লারিফ ফ্যাশন ও প্যান্টাক্স গার্মেন্টস ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়েছে। শ্রমিকদের সাথে সেনাবাহিনী ও শিল্প পুলিশরে কর্মকর্তারা আলোচনা করছেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, ক্রোনী ও অবন্তী গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারছে না। দীর্ঘ দিন ধরেই এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ রয়েছে।

তিনি আরো বলেন, ‘এখানে জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, আমাদের পুলিশের ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সকলে মিলে শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করছি।’


আরো সংবাদ



premium cement