১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

বোয়ালমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারীতে পানিতে ডুবে মানহা সিকদার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

মানহা সিকদার মধ্যেরগাতী গ্রামের লিখন সিকদারের মেয়ে বলে জানা গেছে।

বোয়ালমারী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: মমিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’


আরো সংবাদ



premium cement