ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ২৪ ঘণ্টা ধরে অবরোধ
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ নভেম্বর ২০২৪, ১৫:০৫, আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১৬:১৩
তিন মাসের বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে গাজীপুরে টানা প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা।
এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বেশিভাগ বিকল্প পথে চলাচল করছেন।
রোববার বেলা ১২টায়ও মহাসড়ক থেকে সরেননি শ্রমিকরা। শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা মহাসড়ক দখল করে অবরোধ শুরু হয়।
পুলিশ, প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়েও সড়ক থেকে সরাতে পারেনি। শ্রমিকরা মহাসড়কেই নির্ঘুম রাত কাটান।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কেই অবস্থানের কথা জানান তারা।
পাঁচটি কারখানার অন্তত ১ হাজার ২০০ শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে বলে অভিযোগ শ্রমিকদের।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা