১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো সাংবিধানিক সংস্কার সম্ভব না’

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আওয়াল মিন্টু - ছবি : নয়া দিগন্ত

গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো সাংবিধানিক সংস্কার সম্ভব না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, শুধু অন্তর্বর্তী সরকারই সংস্কার চায় না, সংস্কার আমাদেরও কর্মসূচি। অনেক সংস্কার দরকার। সেটি আমরাও মানি। আমরা কোনো সংস্কারে বাধা দিচ্ছি না। তবে অনেক বহুমাত্রিক সংস্কার আছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল আওয়াল মিন্টু বলেন, ‘এর আগে ওয়ান ইলেভেনের সময়েও আমরা দেখেছি অনেক সংস্কারের জন্য অনেক আইন করা হয়েছিল। তবে সেগুলো পরে আর বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, তারা একটি দিকনির্দেশনা দিক যাতে পরে যারা ক্ষমতায় আসবেন তারা তা চালিয়ে যাবেন।’

তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই চাই না যে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক। তবে তারা যদি নিজেদের সফল করতে চান, তাহলে তাদেরও কিছু কর্তব্য আছে। তাদের পথ যেন লম্বা এবং অমসৃণ না হয়।’

তিনি আরো বলেন, ‘এক মাসের আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন ঘটে না। গত ১৬ বছর ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ ৬২ হাজার মামলা দেয়া হয়েছে। দলের ৬২ হাজার নেতাকর্মী আসামি হয়েছেন। আমরা প্রাথমিক বিজয় লাভ করেছি।’

ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সেলিম রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক আলী ঈসা, যুগ্ম আহায়ক আফজাল খান পলাশ, জুলফিকার জুয়েল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা

সকল