গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা মামলায় ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ০৯ নভেম্বর ২০২৪, ১৭:৩১
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় মেহেদী হাসান রাসেল (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
রাসেল ওই গ্রামের মরহুম বালা মিয়ার ছেলে। তিনি বালু ব্যবসা করতেন বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগ নেতা-কর্মীর হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের মামলায় মেহেদী হাসান রাসেলকে গ্রেফতার করা হয়েছে। রাসেলের বিরুদ্ধে কাশিয়ানী থানায় চাঁদাবাজি মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।’
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর শহরের বেদগ্রামে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গাড়িবহর নিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বিকেলে তার গাড়িবহর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা করেন। এতে এস এম জিলানীসহ ৫০ জন আহত হন। এ সময় ১০ টি গাড়ি ভাঙচুর করা হয়। গাড়িবহরে থাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার এ ঘটনায় নিহত হন। পরে গত ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান গোপালগঞ্জ সদর থানায় ১১৭ জনের নাম উল্লেখসহ আরো এক হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।