১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

সিরাজদিখানে ভাবীর পরকীয়া প্রেমে অন্ধ হয়ে বড় ভাইকে হত্যা

বড় ভাই হাসান মিয়াকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই হারুন মিয়ার বিরুদ্ধে - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাবীর পরকীয়া প্রেমে অন্ধ হয়ে আপন বড় ভাই হাসান মিয়াকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই হারুন মিয়ার বিরুদ্ধে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে এলাকাবাসী অভিযুক্ত ছোট ভাই হারুন মিয়াকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ বিষয়ে ভাবী হাসিনা বেগমকে (৩৪) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ‘চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো: হাসান মিয়া ১১ বছর যাবৎ কুয়েতে থাকতেন। এই সুযোগ ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের পরকীয়া চলছিল বেশ কয়েক বছর ধরে। ভাবীর সাথে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন। পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়িতে একটি সালিশ বসার কথাও ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই অভিযুক্ত হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেন।’

বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: ফারুক হোসেন জানান, ‘অভিযুক্ত হারুনের সাথে তার ভাবীর পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের বাড়ীতে বিভিন্ন সময়ে একাধিকবার বিচার সালিশ হয়েছে। বড় ভাই হাসান ১১ বছর পর চার দিন আগে কুয়েত থেকে দেশে এসেছেন। শুক্রবার ৮ নভেম্বর সকাল ১১ টায় প্রকাশ্যেই বড় ভাইকে হত্যা করেছেন ছোট ভাই।’

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, ‘অভিযুক্ত হারুন মিয়া ও হাসিনা বেগম আটক আছেন। ভাবীর সাথে দেবরের প্রেমঘটিত বিষয়ের কথা শুনতেছি। পরে বিস্তারিত জানাতে পারব। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


আরো সংবাদ



premium cement