১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

সিরাজদিখানে বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই

সিরাজদিখানে বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই - ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাবির সাথে পরকীয়া প্রেমের জেরে নিজের বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন ছোট ভাই।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো: হাসান মিয়া (৪০) ওই গ্রামের দুলু মিয়ার ছেলে এবং অভিযুক্ত ব্যক্তি তার ছোট ভাই হারুন মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসান মিয়া প্রায় ১১ বছর যাবৎ কুয়েতে থাকেন। এই সুযোগ ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) সাথে পরকীয়া প্রেম চলছিল। একপর্যায়ে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চার দিন আগে ছুটিতে দেশে আসেন। এদিকে আজ তাদের নিজ বাড়িতে একটি সালিশ বসারও কথা ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: ফারুক হোসেন জানান, দেবর-ভাবির পরকীয়া নিয়ে তাদের বাড়িতে এর আগেও বিভিন্ন সময়ে একাধিকবার বিচার সালিশ হয়েছে। এর সমাধান করতে বাধ্য হয়ে বড় ভাই হাসান কুয়েত থেকে দেশে আসেন।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ‘ঘাতক আটক আছে তবে ভাবীর সাথে দেবরের প্রেমঘটিত বিষয়ে কথাই শুনতেছি, একটু পর বিস্তারিত জানাতে পারবো।


আরো সংবাদ



premium cement