০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সোনারগাঁওয়ে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সোনারগাঁওয়ে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলা মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

এ সময় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা তাজুল ইসলাম সরকার, আতাউর রহমান, মজিবুর রহমান, সেলিম হোসেন দিপু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো: শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক-সহ সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলোচনা শেষে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে আ’লীগ নেতার ছেলে গ্রেফতার কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ১৫ সদস্য নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন অবশেষে অন্তর্বর্তী ৩ পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ৫ সদস্যের পদত্যাগ ডেঙ্গু আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২০৯ নবাবগঞ্জে আড়াই বছর পর কবর থেকে ৩ যুবকের লাশ উত্তোলন শহীদ নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে স্বৈরাচারের ষড়যন্ত্রে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির অপচেষ্টা চলছে : নজরুল ইসলাম ‘সিপাহী-জনতার যুগপৎ বিপ্লব ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ’ আমি নভেম্বর বিপ্লব দেখেছি

সকল