০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

সোনারগাঁওয়ে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সোনারগাঁওয়ে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলা মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

এ সময় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা তাজুল ইসলাম সরকার, আতাউর রহমান, মজিবুর রহমান, সেলিম হোসেন দিপু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো: শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক-সহ সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলোচনা শেষে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল