বিমানবন্দর থেকে ধর্ষণের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেফতার
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ০৬ নভেম্বর ২০২৪, ২১:৫০
চীনের দু’ নাগরিককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতার হওয়া দু’জন হলেন চীনের ওয়াং চাও ইয়াং ওরফে আব্দুর রহমান (২৮) এবং একই দেশের নাগরিক ওয়াং জাওফিং (৪৫)
জানা যায়, ‘গাজীপুরের কাশিমপুর থানাধীন মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনের তিন নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮), ওয়াং জাওফিং (৪৫) ও ইয়াং জিং (৪১)। চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরীর কারখানা রয়েছে তাদের। ওই বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও এলাকার ৪০ বছর বয়সের এক নারী। স্বামীর সাথে ডিভোর্সের পর গত জুলাই মাসে ওই নারী চীনের নাগরিক ওয়াং চাও ইয়াং ওরফে আব্দুর রহমানকে বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর গত ২৩ আগস্ট রাতে স্বামীর সহায়তায় অপর দু’জন তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় স্বামীসহ বিদেশী ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ২৭ আগস্ট থানায় মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে তারা পলাতক থাকেন। মঙ্গলবার দুপুরে পালিয়ে চীনের উদ্দেশে দেশ ত্যাগ করার সময় ইমিগ্রেশন পুলিশ আব্দুর রহমান এবং ওয়াং জাওফিংকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। রাতে তাদেরকে কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, ‘বুধবার বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা