১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না : পরিবেশ উপদেষ্টা

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান - ছবি : সংগৃহীত

প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না বলে সাফ জানিয়ে দিলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৬ নভেম্বর) টাঙ্গাইলের ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘প্রাকৃতিক বনে কিসের সামাজিক বনায়ন? প্রাকৃতিক বনে বন থাকবে। আপনি যখন সামাজিক বনায়ন করেন। তখন আপনি একটা চুক্তি স্বাক্ষর করেন উপকারভোগীদের সাথে। তারপর ওই গাছগুলো কেটে আপনি উপকারভোগীদের মধ্যে পয়সা বিতরণ করেন। বন বিভাগের প্রাথমিক দায়িত্বতো পয়সা বিতরণ করা না। তাদের প্রাথমিক দায়িত্ব হওয়া উচিৎ প্রাকৃতিক বনকে রক্ষা করা। প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না।’

পলিথিন প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার স্তরের পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব না। তাই আমাদের সবার উচিত পলিথিন ব্যবহার বন্ধ করা। বিদ্যুৎ অপচয় রোধে দিনের বেলায় লাইট বন্ধ রাখার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যুরো বাংলাদেশের এইচআরডি অ্যান্ড আইসিটি ডিরেক্টর অপারেশনস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ।

এছাড়া জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল হক, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন এ সময় উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement