ঘিওরে প্রতিবন্ধী শিশুদের সাথে সময় কাটালেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত
- মানিকগঞ্জ ও ঘিওর সংবাদদাতা
- ০৪ নভেম্বর ২০২৪, ১৭:৪৯, আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ১৭:৫১
মানিকগঞ্জের ঘিওরে প্রতিবন্ধী শিশুদের সাথে সময় কাটানোর নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়নের মাধ্যমেই টেকসই সমাধান সৃষ্টি করতে হবে। তিনি বলেন, ভালো কাজে আমরা সবসময় পাশে আছি। ভাল কাজ প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ এটি অনন্য দৃষ্টান্ত। আগামীতে যেন আরো বড় পরিসরে দেশব্যাপী এ প্রতিষ্ঠানের নাম ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।
সোমবার (৪ নভেম্বর) মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুটিয়াজানি আফরোজা প্লেস-এ প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান ডিসঅ্যাবল্ড রিহেবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) ও নিকেতন ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন এবং ডিআরআরএ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারিদা ইয়াসমিন স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন বলেন, ‘আমরা এখানে দীর্ঘ বছর কাজ করি। সেবার মান এবং পরিসর বাড়াতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা পুনর্বাসন, শারীরিক প্রতিবন্ধকতা সেবা এবং মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি টেকসই সমাধান তৈরি করতে।’
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে অব্যাহত অংশীদারিত্বের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন এবং সরকারি পর্যায়ে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ঘিওরের সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মানবিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় দেশী-বিদেশী কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দেশী-বিদেশী অতিথি, গণমাধ্যমকর্মী, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং অভিভাবকসহ সাধারন মানুষের কুশল বিনিময় করেন অ্যান্ড্রে কার্সটেন্স। প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতা, হস্তশিল্প তৈরি এবং সাংষ্কৃতিক পারফরমেন্স দেখে মুগ্ধ হন তিনি। প্রতিবন্ধী শিশুদের সাথে নেচে গেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে তুলেন রাষ্ট্রদূত এবং বিদেশী অতিথিরা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পারফরমেন্স দেখে করতালি দিয়ে তাদের অভিবাদন জানান তারা। প্রতিবন্ধীদের উন্নয়নের পাশাপাশি সেখানকার ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি, বিশেষ শিক্ষা এবং কাঠের তৈরি প্রক্রিয়া ঘুরে দেখেন।
উল্লেখ্য, ডিআরআরএ ও নেদারল্যান্ডসের নিকেতন ফাউন্ডেশনের অংশীদারিত্বে গত ২৫ বছর ধরে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের পাশাপাশি ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি, বিশেষ শিক্ষা এবং কাঠের তৈরি প্রক্রিয়ায় শিশু ও যুবকদের সেবা প্রদান অব্যাহত রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা