কাশিয়ানীতে ইজিবাইকে বাসের ধাক্কা, মামা-ভাগ্নে নিহত
- কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ০৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৮
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ইজিবাইকচালকসহ আরো চারজন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের মোল্লাপাড়া এলাকার আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১) ও তার ভাগ্নে খুলনা জেলার তেরখাদা উপজেলার মাসুদ মোল্লার ছেলে হোসাইন মোল্লা (৮)। হোসাইন করপাড়া গ্রামে মামাবাড়ি থেকে মধ্যকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল হাশেম মজুমদার জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত-ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা ছয়জন যাত্রী আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি যাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।