১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

পদ্মা সেতু টোলপ্লাজায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

- ছবি - ইন্টারনেট

শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পদ্মা সেতুর দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০), ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি (১৮) ও এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯)।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল দু’টিতে থাকা চারজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরমান, খিদির ও নাবিল নামে তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সায়েমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুইটি উদ্ধার করেছে পুলিশ।’


আরো সংবাদ



premium cement