ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
- পলাশ (নরসিংদী) সংবাদদাতা
- ০৩ নভেম্বর ২০২৪, ১৪:৪০
নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে মুনসুর আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ নভেম্বর) সকালে ঘোড়াশাল রেল স্টেশনের পাশে পুরাতন রেল ব্রিজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনসুর আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাকুলি গ্রামের তান্দাইল আলীর ছেলে বলে জানা গেছে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুনসুর আলীসহ আরো সাত থেকে আটজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ স্ট্রেশনের পুরাতন রেল ব্রিজে সংস্কারের কাজ করছিলেন। পরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি ওই ব্রিজ পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মুনসুর আলীর মৃত্যু হয়। এ সময় জীবন বাঁচাতে ব্রিজ থেকে লাফ দিয়ে আহত হন আরো দু’শ্রমিক। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল্লাহ হিরো জানান, ‘অসাবধানতা বশত কাজ করার কারণে এ দুর্ঘটনা ঘটে। পারিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করা হয়েছ।’