‘আ’লীগের দোসর জাপাকে রাজনীতি করতে দেয়া হবে না’
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ০২ নভেম্বর ২০২৪, ১৯:৪৫
'আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার অন্যতম দোসর জাতীয় পার্টিকে (জাপা) বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। তিনি বলেন, তারা যতই মায়া কান্না করুক না কেন বাংলাদেশের ছাত্র-জনতা জাতীয় পার্টিকে এ দেশ থেকে চিরতরে উৎখাত করে ঘরে ফিরবে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনসভায় এহসানুল হুদা বলেন, ‘যেকোনো মূল্যে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে হবে। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে বিজয়কে সংহত ও সমন্বিত করে দেশকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন কায়েমের দিকে নিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী অপশক্তির সকল অপতৎপরতা নস্যাৎ করে দিতে জাতি প্রস্তুত। আওয়ামী লীগের বড় বড় নেতাদের ভবিষ্যদ্বাণী ছিল শেখ হাসিনার পতনের পরে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। অন্তত পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হবে। তাদের এ ধারণার কারণ ছিল তাদের অত্যাচার, নির্যাতন, লুটপাট, খুন, গুম ও আয়না ঘরের মতো নজিরবিহীন ঘটনা। আওয়ামী লীগ অনুমান করেছিল তাদের পাপের প্রায়শ্চিত্ত একটি ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। বাস্তবে পাঁচজন নেতাকর্মীকেও হত্যা করা হয়নি। বিরোধী দল এবং অত্যাচারিত জনগণ সংযমের পরিচয় দিয়েছে। তবে আওয়ামী লীগ বসে নেই তাদের দূষণ জাতীয় পার্টিকে রেখে গেছে। ওরা এখন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তাদেরকে প্রতিহত করতে হবে।’
দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকনের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মশিউর রহমান রাসেল, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, পিরিজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক সিদ্দিকী, পিরিজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাসিরুজ্জামান, বাজিতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম আশরাফ, বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, নিকলি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, রফিকুল ইসলাম লিটন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।