বিক্রমপুর নামে জেলা করার দাবি
- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ০১ নভেম্বর ২০২৪, ১৬:২৯
প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুরের নামে জেলা করার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় শ্রীনগর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় একটি উপদেষ্টা পরিষদ ও বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়। এ সভায় উপদেষ্টা ও বাস্তবায়ন পরিষদ একমত হয়ে বিক্রমপুর জেলা করার জন্য প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
এ সময় উপদেষ্টা পরিষদের আহ্বায়ক হিসেবে শাহে আলম ও বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক হিসেবে প্রফেসর ড. মো: মোজাহেরুল হক নির্বাচিত হন।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে প্রফেসর আব্দুল্লাহ আল মাসুদ, লায়ন মিজানুর রহমান, আবদুর রশিদ খান, ড. সাইদুর রহমান অপু, সদস্য-সচিব হিসেবে মুহম্মদ জাহাঙ্গীর খান, প্রধান সমন্বয়ক হিসেবে আবু জাফর আহমেদ, শ্রীনগর উপজেলার সমন্বয়ক হিসেবে সাংবাদিক আরিফ হোসেন টিপু, লৌহজং উপজেলার সমন্বয়ক হিসেবে সাংবাদিক মাসুদ খান, সিরাজদিখান উপজেলার সমন্বয়ক হিসেবে সাংবাদিক ইমতিয়াজ বাবুল, জাতীয় প্রেসক্লাবের সমন্বয়ক হিসেবে সাংবাদিক রাজু আহমেদ, সাংগঠনিক সমন্বয়ক হিসেবে জি এম এ লতিফ, আব্দুল লতিফ মিয়া, উপাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, হাসানুল আলম রাসেল, খোরশেদ আলম, মো: নজরুল ইসলাম, মো: আল আমিন হোসেন, রাসেল হাসান, মাহফুজুর রহমান, আইন বিষয়ক সমন্বয়ক হিসেবে অ্যাডভোকেট মেহেদী হাসান শাহবাৎ, প্রবাসী সমন্বয়ক হিসেবে সৈয়দ আলম, মামুনুর রশিদ, শিক্ষার্থী সমন্বয়ক হিসেবে শহিদুল ইসলাম সেতু, অর্থ বিষয়ক সমন্বয়ক হিসেবে বলরাম বাহাদুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সমন্বয়ক হিসেবে শাহাদাত হোসেন আকাশ, সিনিয়র সহকারী অধ্যাপক হামিদুল ইসলাম হামিদ এবং মিডিয়া সমন্বয়ক হিসেবে ইলিয়াস খান ও আমিনুল ইসলাম নির্বাচিত হন।
এ সভায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং উপজেলা ও পাশের এলাকাসহ নতুনভাবে বিক্রমপুর জেলা করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, এর আগে ১৯৮১ সালে মুন্সিগঞ্জ জেলার নাম বিক্রমপুর করার দাবি উঠেছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা