৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

কালিয়াকৈরে পুকুর থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার

গাজীপুরে পুকুর থেকে উদ্ধার হওয়া লাশ - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরে পুকুর থেকে এক নারী (২৮) ও শিশুর (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো তাদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার মমির আলী হাজীর পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মহিদুল ইসলাম জানান, দুপুরের দিকে স্থানীয় শিশুরা মমির আলী হাজীর পুকুর পাড়ে খেলা করার সময় ওই পুকুরে এক নারী ও শিশুর লাশ ভাসতে দেখে। পরে জাতীয় জরুরি সেবা নম্বরের (৯৯৯) মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর পরনে নীল রঙের ছাপা থ্রী-পিছ ও শিশুর পরনে হলুদ রঙের টি-শার্ট রয়েছে। তবে নিহত দু’জনের চেহারা মিল থাকায় তারা মা ও ছেলে হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।

তিনি বলেন, লাশ দু’টি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।


আরো সংবাদ



premium cement