ভাঙ্গায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
- ৩০ অক্টোবর ২০২৪, ২২:১৮
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল, বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে শাওন মিয়ার (২০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় সজীব মিয়া নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা উপজেলার মাধবপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
শাওন ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামে এমারত মিয়ার ছেলে।
অপরদিকে তার সঙ্গীয় আহত সজীব মিয়াকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিক্যাল ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ আবু সালেহ ছামি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হতাহতকে উদ্ধার করি এবং দুর্ঘটনাকবলিত খাদে পড়ে যাওয়া পিকআপটিকে রেকার দিয়ে তুলে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। ঘাতক পরিবহনটি পালিয়ে যায়।
উল্লেখ্য, গত দু’দিনে দুই মোটরসাইকেল আরোহীসহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা