৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

আড়াইহাজারে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ২

- ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার সাবেক কাউন্সিলর অহিজদ্দিন ভূইয়াসহ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) উপজেলার মৌজাকান্দা ও নোয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন আড়াইহাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিজদ্দিন ভূইয়া ও নোয়াপাড়া গ্রামের স্থানীয় যুবলীগ নেতা আনিছুর রহমান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বুধবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, ‘২০২২ সালের ২৩ নভেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল একটি দলীয় কার্যক্রম শেষে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকায় তাদের গাড়ি আটক করে তাদেরকে মারধর করে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগকর্মীরা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর এ ঘটনায় মো: রতন ২৪৩ জনের নাম উল্লেখ করে আরো ২০০ জনকে আসামি করে মামলা করা হয়।

এ মামলায় এজাহারভুক্ত আসামি নোয়াপাড়া গ্রামের স্থানীয় যুবলীগ নেতা আনিছুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। এছাড়া পাঁচরুখী এলাকার ভাঙচুর ও নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি আড়াইহাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিজদ্দিন ভূইয়াকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।


আরো সংবাদ



premium cement
হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন স্পেনে আকস্মিক বন্যায় অন্তত ৬২ জনের মৃত্যু রিমান্ড শেষে সাবেক এমপি একরামুল কারাগারে ‘সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে’ নবায়নযোগ্য জ্বালানিতে ১০ বছরের কর ছাড় দিচ্ছে সরকার রেকর্ড সংখ্যক নতুন যক্ষ্মা রোগী শনাক্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা তালায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২ দিনাজপুরে নারীসহ ৪ ছিনতাইকারী আটক ভাঙ্গায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা

সকল