আশুলিয়ায় ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ৩০ অক্টোবর ২০২৪, ১৫:০০
ঢাকার আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাকসহ সাতটি গরু উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।
এর আগে মঙ্গলবার রাতে জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বেলটিয়া পশ্চিমপাড়া এলাকার করিম মোল্লার ছেলে তোফাজ্জল হোসেন ভাঙ্গারী বাবু (২৮), একই এলাকার আফজাল শেখের ছেলে কোরবান আলী (২৫), একই থানার দেওয়ান টাইটা এলাকার কাদের শেখের ছেলে আল আমিন শেখ (৩০) ও তারুটিয়া এলাকার আমজাদ মোল্লার ছেলে মো: শহিদুল (৩৬) এবং আশুলিয়া থানার কলতাসূতি বারল এলাকার ইদ্রিস আলীর ছেলে মো: সজিব (২১) ও টিটু মিয়ার ছেলে মো: শিবলু আহম্মেদ (২০)।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর গরুর মালিক শহিদুল এনাম রাসেল রাজশাহীর সিটিহাট থেকে ২৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২১টি গরু ট্রাকে করে চট্টগ্রামের মিরসরাইয়ের উদ্দেশে পাঠিয়ে দেন। ২৮ অক্টোবর রাতে ওই ট্রাকটি আশুলিয়ার বলিভদ্র এলাকার ফিনিক্স স্পিনিং মিল সামনে পৌঁছলে একটি নম্বর ছাড়া নীল রংয়ের মিনিট্রাকে করে ১৫ থেকে ১৬ জন ডাকাত গরুবোঝাই ট্রাকের সামনে ব্যারিকেড দেয়।
পরে ট্রাকচালক, সহকারী ও রাখালকে মারধর করে মৃত্যুর ভয় দেখিয়ে ট্রাক থেকে নামিয়ে চালক ও সহকারীকে ডাকাত দলের ট্রাকে ওঠায়। পরে তাদের রশি দিয়ে হাত, পা ও গামছা দিয়ে চোখ বেঁধে রাখে। এ সময় রাখাল দৌড়ে পালিয়ে গেলে ডাকাতরা গরুবোঝাই ট্রাক নিয়ে গাজীপুরের দিকে চলে যায়।
এ ঘটনায় গরুর মালিক আশুলিয়া থানায় একটি মামলা করেন। পরে থানা পুলিশ বিভিন্ন তথ্যমতে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত ছয়জনকে শনাক্ত করতে সক্ষম হয় এবং পরে ২৯ অক্টোবর জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকাসহ আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ছয়সদস্যকে গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক জানান, ‘ঘটনার সাথে জড়িত অন্য ডাকাত দলের সদস্য এবং বাকি গরুগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা