ভাঙ্গায় গাড়িচাপায় স্কুলছাত্র নিহত
- ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
- ২৯ অক্টোবর ২০২৪, ২২:২৭
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের আতাদি ফ্লাইওভারের ওপর গাড়িচাপায় শাওন ব্যাপারী (২০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের বাড়ি ভাঙ্গা উপজেলার পৌর এলাকার পূর্ব হাসামদিয়া গ্রামে। সে ওই গ্রামের সেলিম বেপারীর ছেলে ও বাইসা খালী গ্রামের রবিউল ইসলামের ভাগিনা। সে ভাঙ্গা সরকারি পাইলট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো: খাইরুল আনাম জানান, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুতগামী কোনো পরিবহন হয়তো তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। আমরা পরিবহনকে শনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’