১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

শ্যামপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

- ছবি : নয়া দিগন্ত

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)।

দগ্ধ তুষারের ভাই মো: দিপু বলেন, ভবনটির সপ্তমতলায় থাকে তুষার। সে তেমন কিছু করে না। আর ষষ্ঠতলায় থাকে জামাল ও জামিল। সোমবার রাতে সপ্তমতলায় তুষারের বাসায় গিয়েছিল তারা। সেখানে আড্ডা দিচ্ছিল। পরে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনেই দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে গিয়ে তাদের দেখতে পান। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ হয়েছে।

জামিলের বাবা ইকবাল হোসেন জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। জামিলের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। সোমবার বাসা থেকে বের হয়েছিল। যে বাসায় দুর্ঘটনা হয়েছে সেখানে মাঝেমধ্যেই যেত সে। তবে গতরাতে কিভাবে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো: তরিকুল ইসলাম জানান, ‘শ্যামপুর থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে, জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।’


আরো সংবাদ



premium cement
২০২৪ সালে ২১৮৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি কম্পিউটারের ওপর দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই : নোবিপ্রবি ভিসি চোখে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে হত্যা সিরিয়া নিয়ে আলোচনা করতে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের শীর্ষ কূটনীতিকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ১ জনের মৃত্যু সাতক্ষীরা পৌর-মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়ার দাবিতে গণঅনশন দাবানল পাল্টে দিয়েছে লস অ্যাঞ্জেলসের চিত্র ‘অবিভক্ত ভারত’ অনুষ্ঠানে পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ দিল্লির হাসিনার চোখ ছিল ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস আলম রংপুরে প্রি-পেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও

সকল