১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

শ্যামপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

- ছবি : নয়া দিগন্ত

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)।

দগ্ধ তুষারের ভাই মো: দিপু বলেন, ভবনটির সপ্তমতলায় থাকে তুষার। সে তেমন কিছু করে না। আর ষষ্ঠতলায় থাকে জামাল ও জামিল। সোমবার রাতে সপ্তমতলায় তুষারের বাসায় গিয়েছিল তারা। সেখানে আড্ডা দিচ্ছিল। পরে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনেই দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে গিয়ে তাদের দেখতে পান। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ হয়েছে।

জামিলের বাবা ইকবাল হোসেন জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। জামিলের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। সোমবার বাসা থেকে বের হয়েছিল। যে বাসায় দুর্ঘটনা হয়েছে সেখানে মাঝেমধ্যেই যেত সে। তবে গতরাতে কিভাবে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো: তরিকুল ইসলাম জানান, ‘শ্যামপুর থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে, জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।’


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল