১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

- ছবি : প্রতীকী

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো: আসাদুজ্জামান (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে সাভার নিউ মার্কেটের বিপরীত পাশের মহাসড়কে এ ঘটনা ঘটে।

আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জের আবুবকর সিদ্দিকের ছেলে।

সূত্রে জানা গেছে, সাইফুল নামের ঢাকার গুলশান থানার এক পুলিশ সদস্য ঢাকা থেকে সাভারে তার বাসায় ফেরার পথে সাভার নিউ মার্কেটের বিপরীত পাশের মহাসড়কে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ পরে থাকতে দেখেন। পরে তিনি সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

সাভার সিটি সেন্টারের ওমর ফারুক নামের এক ব্যক্তি জানান, সাভার নিউ মাকেট, স্বরণিকা, শিমুলতলাসহ আশপাশের এলাকায় ছিনতাইকারীদের আখড়া বা জোন হিসেবে সাভারবাসীর কাছে পরিচিত হলেও রহস্যজনক কারণে পুলিশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

তিনি আরো জানান, পুলিশ ইচ্ছা করলেই আমাদের মতো সাধারণ মানুষ এদের কাছ থেকে রক্ষা পেতে পারে। এখানে রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়তই হচ্ছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকার নয়া দিগন্তকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে বাস থেকে নামার পর ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে এবং তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এছাড়াও ছিনতাইকারীদের জোন সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি জানান, ‘আমি এ থানায় নতুন আসছি।’


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল