গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- মেহেদুল হাসান আক্কাছ, গোয়ালন্দ
- ২৭ অক্টোবর ২০২৪, ২৩:৫৬
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয়তাবাদী দল (বিএনপি) সহযোগী সংগঠন যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার বিকেল ৪টায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ উপজেলা বাসস্ট্যান্ড মসজিদ মাঠে গোয়ালন্দ উপজেলা ও পৌর যুবদল ওই প্রতিষ্ঠা উপলক্ষে দিনব্যাপী রক্তদান ও ফ্রী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
বিকেলে গোয়ালন্দ উপজেলা ও পৌর উদ্যোগে উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আলম বকুল।
এছাড়া বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার দিলু, ছাত্রদল নেতা শামীম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সভাপতি রুস্তম আলী মোল্লা প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা