১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

টঙ্গীতে পরিত্যক্ত গুদামের ছাদ ধসে নিহত ১, আহত ২

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গী মরকুন টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিত্যক্ত গুদামের ছাদ ধসে আমিন (২২) নামে এক যুবক নিহত ও আরো দু’জন আহত হয়েছেন।

আজ রোববার সকালে টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আমিন নরসিংদী জেলা সদর থানার নবীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। তিনি টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায় বাস করতেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ জানান, ‘টিঅ্যান্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। শনিবার রাত ১২টার দিকে বিটিসিএলের গুদামের পাশে কয়েক ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। হঠাৎ করে গুদামের একতলা ভবনের ছাদ ধসে আমিন নিহত হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আরো দু’জন আহত হন।’

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ধসে পড়া গুদামের দায়িত্বে থাকা আবুল কালাম বলেন, ‘ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুকিপূর্ণ। ওই গুদামে থাকা মালামাল দুর্বৃত্তরা বিভিন্ন সময় লুট করে নিয়ে গেছেন। শনিবার মধ্য রাতে ওই গুদামের আশেপাশে কয়েকজন কিশোর ও যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওইসব তারা গুদামের ছাদ ভেঙে রড ও গুদামের মালামাল লুট করতে এসেছিলেন। ছাদ ধসে পড়লে চাপা পড়ে তাদের মধ্যে একজন নিহত ও দু’জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।’

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ‘বিটিসিএল ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেন।’

টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
২০২৪ সালে ২১৮৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি কম্পিউটারের ওপর দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই : নোবিপ্রবি ভিসি চোখে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে হত্যা সিরিয়া নিয়ে আলোচনা করতে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের শীর্ষ কূটনীতিকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ১ জনের মৃত্যু সাতক্ষীরা পৌর-মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়ার দাবিতে গণঅনশন দাবানল পাল্টে দিয়েছে লস অ্যাঞ্জেলসের চিত্র ‘অবিভক্ত ভারত’ অনুষ্ঠানে পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ দিল্লির হাসিনার চোখ ছিল ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস আলম রংপুরে প্রি-পেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও

সকল