২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

টঙ্গীতে পরিত্যক্ত গুদামের ছাদ ধসে নিহত ১, আহত ২

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গী মরকুন টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিত্যক্ত গুদামের ছাদ ধসে আমিন (২২) নামে এক যুবক নিহত ও আরো দু’জন আহত হয়েছেন।

আজ রোববার সকালে টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আমিন নরসিংদী জেলা সদর থানার নবীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। তিনি টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায় বাস করতেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ জানান, ‘টিঅ্যান্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। শনিবার রাত ১২টার দিকে বিটিসিএলের গুদামের পাশে কয়েক ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। হঠাৎ করে গুদামের একতলা ভবনের ছাদ ধসে আমিন নিহত হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আরো দু’জন আহত হন।’

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ধসে পড়া গুদামের দায়িত্বে থাকা আবুল কালাম বলেন, ‘ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুকিপূর্ণ। ওই গুদামে থাকা মালামাল দুর্বৃত্তরা বিভিন্ন সময় লুট করে নিয়ে গেছেন। শনিবার মধ্য রাতে ওই গুদামের আশেপাশে কয়েকজন কিশোর ও যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওইসব তারা গুদামের ছাদ ভেঙে রড ও গুদামের মালামাল লুট করতে এসেছিলেন। ছাদ ধসে পড়লে চাপা পড়ে তাদের মধ্যে একজন নিহত ও দু’জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।’

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ‘বিটিসিএল ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেন।’

টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান, সাথে আছেন আগা সালমান ইউএস-বাংলার ফ্লাইটে মিলল ৭ কেজি স্বর্ণ কমলাপুরের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল : ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনারকে বিমানবন্দরে আটকে দিলো পুলিশ নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ক্ষমতা কেন অবৈধ নয় : হাইকোর্ট সাংবিধানিক সঙ্কট সৃষ্টির পাঁয়তারা চলছে : সালাহউদ্দীন আহমেদ খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আটক ২ ছাত্রলীগের শামসুন্নাহার হলের ঊর্মি ও সূর্যসেন হলের রাকিব গ্রেফতার গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শিবচরে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত

সকল