ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
- মেহেদুল হাসান আক্কাছ, গোয়ালন্দ (রাজবাড়ী)
- ২৭ অক্টোবর ২০২৪, ০৮:২১
ঘন কুয়াশার কারণে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার (২৭অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। এ রুটে যানবাহন কম থাকায় তেমন কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। তবে উভয় পাড়ে কয়েকটি ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে ছিল।
দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসির ম্যানেজান মোঃ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারনে যাত্রীদের তেমন কোনো সমস্যা হয়নি। তবে দুর্ঘটনা এড়াতে ভোর রাত সাড়ে ৫টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। সকাল ৭টার পর কুয়াশা কেটে গেলে পুনরায় চালু করা হয়। ফেরি চলাচল শুরু হলে যানবাহন পারাপার স্বাভাবিক হয়েছে। বর্তমান এ রুটে ১০টি ফেরি চলাচল করছে। কোনো ভোগান্তি নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা