সাভারে অর্ধগলিত লাশ উদ্ধার
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২৬ অক্টোবর ২০২৪, ১৩:০৬
ঢাকার সাভারের একটি ডোবা থেকে এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।
শনিবার দুপুরে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার রাত ১০টায় ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় অবস্থিত ভাকুর্তা স্কুলের পিছনের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা যায়নি।
স্থানীয় কোরবান আলী বলেন, ‘রাতে তারা কয়েকজন ওই ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে। পরে সাভার মডেল থানায় খবর দিলে সাভার ভাকুর্তা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, রাতেই লাশটি ডিএনএ পরীক্ষার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা