২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

সখীপুরে বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ ছেলের

- ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুরে মাকে শারীরিক নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছে এক ছেলে।

শুক্রবার জুমার পরে নিহতের ছেলে রুবেল (৩২) মামলাটি দায়ের করেছে বলে সখীপুর থানা পুলিশ জানিয়েছে। এর আগে একই দিন বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩৫ বছর আগে শ্রীপুরপাড়ার জাহাঙ্গীরের সাথে রৌশনারার (৫৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জের ধরে গত মঙ্গলবার অভিযুক্ত জাহাঙ্গীর আলম স্ত্রী রৌশনারাকে প্রথমে ব্যাপক মারধর করে, পরে বাজার থেকে ঘাস নির্মূলের বিষ এনে তাকে খাইয়ে দেয়। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যালে পাঠিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে অবস্থা স্বাভাবিক হলে রৌশনারাকে স্বামীর বাড়ি আনা হয়। পরে শুক্রবার সকালে ছেলেরা রৌশনারাকে নিজ ঘরে মৃত দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে খবর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠায়।

জাহাঙ্গীর-রৌশনারা দম্পতির দুই ছেলে। ছোট ছেলে রনি (২৮) ১০ বছর যাবত সৌদি আরবে থাকেন। তিনি মায়ের বিষ পানের খবর শুনে ওই দিনই প্রবাস থেকে চলে আসেন।

রনি নয়া দিগন্তকে জানান, ‘আমার বাবা মাকে এর আগেও অসংখ্যবার মারধর করেছে। এবারও মাকে মারধর করে বাজার থেকে বিষ এনে জোর করে খাইয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার বাবার সর্বোচ্চ বিচার চাই।’

রৌশনারার ননদ স্বরবানু নয়া দিগন্তকে জানান, ‘বেশ কিছুদিন আগে স্থানীয় এক নারীর সাথে জাহাঙ্গীর অপকর্ম করে ধরা পড়লে গ্রাম্য সালিসে তাকে জরিমানা করা হয়। ওই ঘটনার পর তিনি আরেক নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। গুঞ্জন আছে জাহাঙ্গীর ওই নারীকে বিয়ে করেছে। নিয়মিত ওই নারীকে টাকা-পয়সাও দিতেন। স্বামীর এমন অপকর্মের প্রতিবাদ করলে জাহাঙ্গীর রৌশনারাকে মারধর করতেন। এবার তো মেরেই ফেললো।’

এ বিষয়ে কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়ার বক্তব্য নিতে চাইলে তিনি বলেন, ‘এসবের মধ্যে আমাকে জড়ায়েন না। পুলিশের বক্তব্য নেন।’

সখীপুর থানার উপ-পরিদর্শক আবদুল আজিজ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়া হয়েছে এবং তার বড় ছেলে রুবেল বাবা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে। আমরা খুব শিগগিরই আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনবো।’


আরো সংবাদ



premium cement
লিফট দুর্ঘটনায় ঢাবি কর্মকর্তার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রংপুরে সারজিস ও হাসনাতের সফর প্রতিহত করতে জাপার বিক্ষোভ কালীগঞ্জে অপহরণের ৪ মাস পর লাশ উদ্ধার, বন্ধু গ্রেফতার ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকাকে সমর্থন করবে রাশিয়া আখাউড়ায় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সক্রিয় থাকতে হবে : সেলিম উদ্দিন কুমিল্লায় ছাত্রদের ন্যায্য মূল্যের বাজারে ক্রেতাদের ভিড় র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের ‘বাংলাদেশ বির্নিমাণে ছাত্র-জনতাকে নিয়ে কাজ করবে গণঅধিকার পরিষদ’ সিলেটে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত পাবনায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করল বিশেষ টাস্কফোর্স টিম

সকল