১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

দোহারে পুলিশ পরিচয়ে ডাকাতি

দোহারে পুলিশ পরিচয়ে ডাকাতি - ছবি : নয়া দিগন্ত

ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের মরিচা সেতুর কাছে নবাবগঞ্জগামী নবকলি পরিবহনে দিনে-দুপুরে বাস গাড়ি থামিয়ে রামপ্রসাদ নামের এক ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার গুলিস্থান হতে নবকলি পরিবহনের একটি বাস নবাবগঞ্জ আসার সময় এ ঘটনা ঘটে।

এ সময় এক ডাকাতকে গণপিটুনী দেয় জনতা। ব্যবসায়ীর কাছ হতে নগত ৪৭ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণ নিয়ে যায় বলে তিনি দাবি করেছেন। রাম প্রসাদ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার গুলিস্থান হতে নবকলি পরিবহনের একটি বাস নবাবগঞ্জ আসার সময় বাসটি মরিচা সেতুর কাছে পৌঁছলে তিনটি মটরসাইকেলে আসা নিজেদেও পুলিশ পরিচয় দিয়ে বাসটি থামিয়ে গাড়িতে থাকা স্বর্ণব্যবসায়ী রাম প্রসাদকে অস্ত্র ঠেকায়। এ সময় তার ব্যাগে থাকা নগদ ৪৭ লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তারা বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা একজনকে আটক করে গণপিটুনী দিয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বর্ণব্যবসায়ী রাম প্রসাদ বলেন, বুধবার সকালে নবাবগঞ্জের বান্দুরা থেকে স্বর্ণ নিয়ে ঢাকার তাঁতীবাজারে বিক্রি করে ফেরার পথে মরিচা নামক স্থানে পৌঁছলে একদল লোক এসে পুলিশ পরিচয়ে বাসটি থামিয়ে চালককে বলে এই বাসে সন্ত্রাসী আছে। ভেতরে এসেই আমাকে অস্ত্র ঠেকিয়ে হাতে থাকা টাকা ও স্বর্ণভর্তি ব্যাগটি নিয়ে নেয়। যেখানে স্বর্ণ বিক্রির নগদ ৪৭ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণ ছিল। ওরা আমারে সর্বশান্ত করে ফেলেছে।

বাসে থাক আলম হোসেন নামে এক যাত্রী বলেন, ছিনতাইকারীরা প্রথমে পুলিশ পরিচয় দিয়ে বাসটি থামায়। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যবসায়ীর কাছে গিয়ে তার সব নিয়ে দ্রুত নেমে যায়।

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে খবর নিয়ে দেখছি।

উল্লেখ্য, ঢাকা নবাবগঞ্জ সড়কে বছরের বিভিন্ন সময় ব্যবসায়ীদের জিম্মি করে ডাকাতির ঘটে থাকে।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে তীব্র শীতে কাহিল চরের মানুষ প্রচণ্ড বাতাসের আশঙ্কা, লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত্যু ২৪ বগি লাইনচ্যুত, রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ যুক্তরাষ্ট্রের ‘প্রেয়ার ব্রেকফাস্টে’ আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুষ্টিয়ায় গোশত বিক্রির পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা মায়ের খাবার হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তারেক রহমান শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান

সকল