গাজীপুরে পোশাককারখানায় ডাকাতি, গ্রেফতার ৫
- মোহাম্মদ আলী ঝিলন গাজীপুর
- ২৩ অক্টোবর ২০২৪, ১৮:৫৩
গাজীপুরে এক পোশাককারখানায় ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এ সময় একটি কাভার্ডভ্যানসহ ৫০ লাখ টাকা দামের ছয় হাজার কেজি ফেব্রিক্স উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ) মো: আলমগীর হোসেন গাছা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের মো: জয়েন উদ্দিনের ছেলে মো: আকবর হোসেন (৪২), একই জেলার নাগরপর থানার উলাডাব গ্রামের মো: রফেত উল্লাহ মিয়ার ছেলে মো: হাসান মিয়া (৪৫), জামালপুর জেলা সদর থানার দিগপাইত গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো: জীবন মিয়া (৩৫), যশোর জেলার মনিরামপর থানার মহাতবনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইসরাফিল হোসেন নয়ন (২৫) ও একই জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মরহুম নুর মোহাম্মদের ছেলে মো: রাজিব হোসেন (২৪)।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো: খালিদ হোসেন খান জানান, ‘গত ১৫ অক্টোবর রাত সোয়া ৩টার দিকে মহানগরীর গাছা থানার ভাড়ারীপাড়া মোল্লা মার্কেট এলাকার ইউরো নিট ওয়্যার লিমিটেড নামের কারখানায় একদল ডাকাত একটি কাভার্ডভ্যান নিয়ে হানা দেয়। ডাকাতরা কারখানার কাছে বৈদ্যুতিক খুঁটি বেয়ে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে কারখানার সিকিউরিটি গার্ডদের একটি কক্ষে নিয়ে বেঁধে রাখে। এ সময় ডাকাতরা কারখানার গোডাউনের তালা কেটে প্রায় আট টন ফেব্রিক্সসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ জানায়, ‘ঘটনার পর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম বিভিন্ন কৌশল ব্যবহার করে তদন্ত করে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশ বুধবার মহানগরীর কোনাবাড়ি ও বাসন থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় গাছা থানায় মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জিএমপির সহকারী কমিশনার গাছা জোন ফাহিম আসজাদ ও অফিসার ইনচার্জ (ওসি) আলী মো: রাশেদ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা