২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

আশুলিয়ায় একাধিক হত্যা এবং অস্ত্র মামলার আসামি গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি রনি ভুইয়াকে (৩০) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বুধবার সকালে র‍্যাব-৪ সিপিসি-২ সাভার ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৪ ও র‌্যাব-১-এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রনি ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার বকুল ভুইয়ার ছেলে।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ৫ আগস্ট রনি ভুইয়ার নেতৃত্বে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। ওই ঘটনায় আশুলিয়া থানাধীন বাইপাইল থেকে থানা রোড এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দায়েরের পর থেকে রনি রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যান।

র‍্যাব আরো জানায়, রনি উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-১ যৌথভাবে সেখানে আভিযান চালায় এবং সেখান থেকে রনিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতার রনি দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজী ও ভূমি দখলসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

র‍্যবা-৪ সিপিসি-২ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, রনি বিগত সময় আশুলিয়া থানা যুবলীগের সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় প্রভাব বিস্তার করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে বলে স্বীকার করে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
এন্ডোসকপির সময় যুবকের মৃত্যু : চিকিৎসকের অবহেলার প্রমাণ মিলেছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে ঘূর্ণিঝড় দানা : সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত জবি সাংবাদিকদের শিবির আখ্যা দেয়ায় সংবাদের সম্পাদকসহ ৩ জনের নামে মামলা কুড়িগ্রামে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মানহানি মামলা থেকে খালাস পেলেন মাহমুদুর রহমান বাবরের ৮ বছরের সাজা বাতিল সচিবালয়ে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা রাণীনগরে জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের টাকার পাহাড় রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক নয়, রাজনৈতিক বিষয় : নাহিদ ইসলাম

সকল