রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল
- টাঙ্গাইল প্রতিনিধি
- ২২ অক্টোবর ২০২৪, ২১:২৪
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ও জুলাই-আগস্টের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিল টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইসলাম, আকরাম হোসেন, এস এম কামরুল ইসলাম, ফাতেমা রহমান বিথী ও শেরশাহ প্রমুখ।
বক্তারা বলেন, ‘রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন দাবি করেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেননি। এটি সম্পূর্ণ মিথ্যা। আমরা তার পদত্যাগসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
একইসাথে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের শাস্তির দাবি করেন বক্তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা