নরসিংদীতে গ্রেফতার রাকিবুলের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
- মাধবী (নরসিংদী) সংবাদদাতা
- ২০ অক্টোবর ২০২৪, ২১:১৯
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাকিবুল ইসলাম রাকিব নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তার সর্বোচ্চ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নরসিংদী মাধবদী নবী প্রেমী তৌহিদী জনতা।
রোববার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলায় মাধবদী বড় মসজিদ প্রাঙ্গনের এই সংবাদ সম্মেলন করা হয়।
গ্রেফতার রাকিবুল ইসলাম রাকিব মাগুরা জেলার রফিকুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে তারা নরসিংদী সদর উপজেলার বাগদী এলাকায় ভাড়া বাসায় থাকত। রাকিবুল নরসিংদীর আব্দুল মান্নান ভূইয়া ডিগ্রি কলেজের বাংলা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাধবদী বাজার বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মকবুল হুসাইনসহ তৌহিদী জনতা।
এ সময় নরসিংদী সদর উপজেলার বাগদী এলাকা থেকে গ্রেফতার ২২ বছর বয়সি রাকিবুল ইসলাম রাকিবকে তৌহিদী জনতার আন্দোলনের পর দ্রুত গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয় যে সব কুলাঙ্গার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন পাস করা হয়।
সম্প্রতি রাকিব তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মীয় বিষয়ে বিতর্কিত নিয়মিত পোস্ট করত। যার ফলে বিষয়গুলো ধর্মীয় আঘাত হেনেছে।
তার ফেসবুক পোস্টের প্রতিবাদে নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনসহ প্রতিবাদী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা