১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

হোসেনপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২

হাসিম উদ্দিনকে মৃত্যুদণ্ড এবং মোবারক হোসেন ও মোশারফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাসের আদেশ দেয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো: জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন।

জানা গেছে, হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মরহুম মামুদ আলীর ছেলে হাসিম উদ্দিনকে মৃত্যুদণ্ড এবং একই গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে মোবারক হোসেন ও মোশারফ হোসেনকে যাবজ্জীবন দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শ্রী যজ্ঞেশ্বর রায় চৌধুরী।

মামলার সূত্রে জানা যায়, নিহত সুফিয়া খাতুনের স্বামী হেলাল উদ্দিনের সাথে আসামিদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে ২০১৪ সালের ২৯ আগস্ট সকাল ১১টার দিকে জমিতে কাজ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের ওপর হামলা চালান। খবর পেয়ে তার স্ত্রী সুফিয়া খাতুন স্বামীকে মারধরে বাধা দিতে এলে তাকে ছুরি দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করেন আসামিরা। স্থানীয়রা সুফিয়া খাতুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের স্বামী হেলাল উদ্দিন ১৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২০ আগস্ট ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ সোলায়মান কবীর। দীর্ঘ শুনানি শেষে আজ আদালতে এ মামলার রায় ঘোষণা করেন।

মামলাটিতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম এ রশিদ।


আরো সংবাদ



premium cement