১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

জবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ভিক্টর ক্লাসিকের ১২ বাস আটক

- ছবি - ইন্টারনেট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে রাজধানীর সদরঘাট টু গাজীপুর রুটে চলাচলকারী ভিক্টর ক্লাসিকের ১২টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাসগুলো আটকে রাখেন সাধারণ শিক্ষার্থীরা।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক সাংবাদিকদের জানান, আমাদের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করেছে একটি বাসের চালক ও হেলপার। এই প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েকটি বাস আটক করে রেখেছে। আমরা বিষয়টি সুরাহা জন্য বাসের মালিককে আসতে বলেছি। তারা এখনো আসেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরো বলেন, ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী মৌখিকভাবে আমাদের একটি অভিযোগ জানিয়েছে। লিখিতভাবেও সেই একটি অভিযোগ দিবে বলেছে। দুই পক্ষের কথা শুনে আমরা বিষয়টি সুরাহা করব। সমাধান না হওয়া পর্যন্ত বাসগুলো এভাবে আটক থাকবে। যদিও এ বিষয়ে ভিক্টর ক্লাসিক বাসের মালিকপক্ষের সাথে মেবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে ভুক্তভোগী ওই শিক্ষার্থী অভিযোগ করেন, গত ১৪ অক্টোবর রাজধানীর নতুন বাজার থেকে সদরঘাটের উদ্দেশ্যে আমি এবং আমার ছোট বোন ভিক্টর ক্লাসিকের একটি বাসে উঠি। এরপর হেল্পার ভাড়া চাইতে আসলে আমি ৩০+৩০= ৬০ টাকা দিই। তখন হেল্পার বলে বাস গুলিস্তান পর্যন্ত যাবে। তখন আমি বললাম তাহলে ২০ টাকা ফেরত দেন। কিন্তু সে দেয়নি।

তিনি আরো লেখেন, ‘এরপর আমি তাকে বললাম, আমি স্টুডেন্ট হাফ ভাড়া কাটেন। কিন্তু সে বলল, আমাদের বাসে কোনো হাফ ভাড়া নেই।’

“আমি তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেয়ার পরে এবার সে আরো খারাপ আচরণ শুরু করেছে। আমি তখন বললাম, ‘আমার গুলিস্তান থেকে আরো ২০ টাকা ভাড়া লাগবে অন্য বাসে গেলে তাহলে আপনি একটি বাসে তুলে দিন।’ এটা বলার পর সেই চালক বলল, এরা বেশি ঝামেলা করে, এখানে ধইরা নামায় দে।”

ওই শিক্ষার্থী লেখেন, ‘এরপরও আমি চিল্লাচিল্লি করলে বাসের অন্য যাত্রীরাও বলে তার হাফ ভাড়া কাট নতুবা বাকি টাকা ফেরত দে। একপর্যায়ে সে বাধ্য হয়ে আমাকে ২০ টাকা ফেরত দিয়েছে। তাহলে আমি স্টুডেন্ট পরীক্ষা দেয়ার পরও কেন এমন হেনস্থার শিকার হতে হয়েছে। আমি এর বিচার চাই।’


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লব : চূড়ান্ত লক্ষ্য অর্জন আসল জয় লিখিত প্রতিশ্রুতি পেয়ে অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের কুড়িগ্রামে অপহৃত শিক্ষার্থী কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২ সাগর-রুনিকে হত্যা : বহিষ্কৃত মেজর জেনারেল জিয়াউল ও ডিসি মশিউরকে জিজ্ঞাসাবাদ করা হবে মতলব দক্ষিণে স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী আটক বেরোবিতে আবারো ভর্তি ইচ্ছুকদের গণবিজ্ঞপ্তি প্রকাশ বিশ্ব ইজতেমা উপলক্ষে জিএমপির প্রশাসনিক কমিটি গঠন হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ এপ্রিল আশুলিয়ায় শারমিন গ্রুপ ও চাকরিচ্যুত শ্রমিকদের সমঝোতা চুক্তি পাইকগাছায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সঙ্ঘর্ষে নিহত ২ সব ধরনের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা : গোলাম পরওয়ার

সকল