১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩০, ১৩ রবিউস সানি ১৪৪৬
`

জেলিযুক্ত চিংড়ি বিক্রি করায় কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পাঁচ হাজার টাকা জরিমানা - ছবি : নয়া দিগন্ত

জেলিযুক্ত চিংড়ি বিক্রি করায় কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন-২০২০ এর ৩৩ ধারায় একটি মামলায় পৌরসভার চান্দাইয়া গ্রামের হরেন্দ্র দাসের ছেলে হরে রামকে (৪০) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ও দশ হাজার টাকা মূল্যের জেলিযুক্ত চিংড়ি জব্দ করে জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে বিনষ্ট করা হয়। এ সময় জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি বলেন, অভিযানে ১৬ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। ওজন বৃদ্ধিতে চিংড়ি মাছের ভেতর জেলি ব্যবহার করা হয়। এ ধরনের মাছ খাওয়ার ফলে ক্যানসার হওয়ার ঝুঁকি রয়েছে।

এ সময় প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবু সামা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যরা।


আরো সংবাদ



premium cement