মির্জাপুরে আ’লীগ নেতা সুমন গ্রেফতার
- মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ১৫ অক্টোবর ২০২৪, ১৮:৪৭
টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা সুমন হককে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
জানা গেছে, তিনি মির্জাপুর পৌরসভার দু’ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলা সদরের বাইমহাটী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ আগস্ট মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোজাহিদুল ইসলাম, ইমন সিদ্দিকী ও জাকির সিকদার আহত হয়। এ ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সুমন হক।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন বলেন, গ্রেফতারকৃত সুমন হককে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আজ মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা