১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

মির্জাপুর ক্যাডেট কলেজে সবাই জিপিএ ৫

মির্জাপুর ক্যাডেট কলেজে সবাই জিপিএ ৫ - ছবি : নয়া দিগন্ত

ধারাবাহিক ফলাফলে এবারো অনন্য মির্জাপুর ক্যাডেট কলেজ। চলতি এইচএসসি পরীক্ষায় বরাবরের মতো এবারো শতভাগ জিপিএ ৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

এইচএসসি ২০২৪ পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজের ৫৬তম ব্যাচের ৪৮ জন ক্যাডেটের সকলেই জিপিএ ৫ অর্জন করেছে। তন্মধ্যে ৪৬ জন ক্যাডেট গোল্ডেন জিপিএসহ উত্তীর্ণ হয়েছে।

অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী পিবিজিএম, পিএসসি জানান, সেনা সদরের দিক নির্দেশনা, অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, বিজ্ঞ শিক্ষকমন্ডলীর ঐকাান্তিক প্রয়াস, সুশৃঙ্খল পরিবেশ, অভিভাবকবৃন্দের নিয়মিত অনুপ্রেরণা ও ক্যাডেটদের কঠোর অনুশীলনের সমন্বিত রূপায়ণ হচ্ছে এ অনন্য সাফল্য।

মির্জাপুর ক্যাডেট কলেজের এমন গৌরবজনক অর্জনের জন্য কলেজের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ফলাফলের এ ধারা বজায় রাখতে ভবিষ্যতেও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।


আরো সংবাদ



premium cement