১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

সাটুরিয়ায় সবজির দাম এখন আকাশছোঁয়া

- ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ার বিভিন্ন হাট বাজারে নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। লাগাম নেই গরিবের আমিষ ডিমেও। তাই নানান ছুতোয় বাড়ছে শুধু দাম। চাঁদাবাজি কমলেও এখনো ভাঙেনি বাজার সিন্ডিকেট। তাতে যা হবার তাই। পকেট খালি হচ্ছে ভোক্তার, বাড়ছে নাভিশ্বাস।

উচুতলার বাসিন্দারা কিছুটা মানিয়ে নিলেও মধ্য কিংবা নিম্ন আয়ের মানুষের নিত্যপণ্যের বাজার যেন রুপ নিচ্ছে আতঙ্কের। মাছ গোশতের দিকে তাকানোর তো উপায় নেই। সবজি ডিমের মতো নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে যেন কার্যত আগুনে হাত পুড়ে যাওয়ার অবস্থা হয়ে দাঁড়িয়েছে। শুনতে অবাক লাগলেও বর্তমান বাজারের বাস্তবতা তাই বলছে।

শুধু সবজি দিয়ে কমপক্ষে একজনের খাবার পাতে তুলতে মধ্য আয়ের মানুষের পরিশোধ করতে হচ্ছে চড়া মূল্য। সেখানে একজন নিম্ন আয়ের মানুষের জন্য একদিন খেয়ে বেঁচে থাকার চিন্তা করা যেন প্রতিদিন আমিষ খাওয়ার মতো বিলাসিতা।

বাজারে মুরগি কিনতে আসা রেজাউল নামে এক ক্রেতা বলেন, ‘মুরগি কিনতে পারবো না। অনেক দাম। ডিমের দামও চড়া।’

মজনু মিয়া নামে আরেক ক্রেতা বলেন, ‘মাছ-গোশত, সবজি সবকিছুই আমাদের ক্রয় সীমার বাহিরে চলে গেছে। বেশিরভাগ সবজির দাম শতক ছুঁইছুঁই। আবার কোনটি ছাড়িয়েছে সেই শতকের ঘর।’

শওকত আলী নামে আরেক ক্রেতা বলেন, ‘গেল সপ্তাহে কাঁচা মরিচ পাওয়া যেত ২৪০ টাকা কেজিতে। সপ্তাহের ব্যবধানে সেই কাঁচা মরিচের কেজি দাম বেড়ে হয়ে ৪০০ টাকা কেজি।’

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নয়া দিগন্তকে বলেন, ‘বেশ কয়েকটি জেলায় বন্যা ও বৃষ্টিপাতের কারণে সবজি উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। উৎপাদন বাড়লে বাজারে সবজির দাম নাগালের মধ্যে চলে আসবে।’


আরো সংবাদ



premium cement
যশোরে চানাচুর ফ্যাক্টরিতে কর্মচারীকে গলা কেটে হত্যা লেবাননে জরুরি ত্রাণ সহায়তা সৌদির ঢাবি ভিসি সম্পর্কে জেড আই খান পান্নার বক্তব্যের প্রতিবাদ চৌগাছায় আকাশছোঁয়া দ্রব্যমূল্যে দুর্ভোগে এলাকাবাসী ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেডারেল ট্রেড কমিশন গঠনের সময় এসেছে’ সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ কমিশনের প্লেয়ার্স ড্রাফট শেষে কেমন হলো দলগুলো ফরিদপুরে মদপান করে আরো এক স্কুলছাত্রীর মৃত্যু বিএনপির নির্বাহী কমিটির পদ খোয়ালেন রবি আড়াইহাজারে নিখোঁজের ১ দিন পর শিশুর লাশ উদ্ধার গণঅভ্যুত্থানে অংশ নেয়া কারো বিরুদ্ধে মামলা-গ্রেফতার-হয়রানি নয়

সকল