সাটুরিয়ায় সবজির দাম এখন আকাশছোঁয়া
- এ এস সফিক, সাটুরিয়া (মানিকগঞ্জ)
- ১৪ অক্টোবর ২০২৪, ১১:০০, আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১৬:০৭
মানিকগঞ্জের সাটুরিয়ার বিভিন্ন হাট বাজারে নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। লাগাম নেই গরিবের আমিষ ডিমেও। তাই নানা ছুতোয় বাড়ছে শুধু দাম। চাঁদাবাজি কমলেও এখনো ভাঙেনি বাজার সিন্ডিকেট। তাতে যা হবার তাই। পকেট খালি হচ্ছে ভোক্তার, বাড়ছে নাভিশ্বাস।
উচুতলার বাসিন্দারা কিছুটা মানিয়ে নিলেও মধ্য কিংবা নিম্ন আয়ের মানুষের নিত্যপণ্যের বাজার যেন রূপ নিচ্ছে আতঙ্কের।
বাজারে মুরগি কিনতে আসা রেজাউল নামে এক ক্রেতা বলেন, ‘মুরগি কিনতে পারবো না। অনেক দাম। ডিমের দামও চড়া।’
মজনু মিয়া নামে আরেক ক্রেতা বলেন, ‘মাছ-গোশত, সবজি সবকিছুই আমাদের ক্রয় সীমার বাইরে চলে গেছে। বেশিভাগ সবজির দাম শতক ছুঁইছুঁই। আবার কোনটি ছাড়িয়েছে সেই শতকের ঘর।’
শওকত আলী নামে আরেক ক্রেতা বলেন, ‘গেল সপ্তাহে কাঁচা মরিচ পাওয়া যেত ২৪০ টাকা কেজিতে। সপ্তাহের ব্যবধানে সেই কাঁচা মরিচের কেজি দাম বেড়ে হয়ে ৪০০ টাকা কেজি।’
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নয়া দিগন্তকে বলেন, ‘বেশ কয়েকটি জেলায় বন্যা ও বৃষ্টিপাতের কারণে সবজি উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। উৎপাদন বাড়লে বাজারে সবজির দাম নাগালের মধ্যে চলে আসবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা