আড়াইহাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১১ অক্টোবর ২০২৪, ২০:৪৫
আড়াইহাজারে ইমন হোসেন (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মুল্লকসাদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন ওই গ্রামের আলতাফ হোসেনর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘কিছুদিন ধরে ইমন হোসেন পরিবারিক বিভিন্ন বিষয়ে হতাশায় ভুগছিলেন। ঘটনার দিন বাড়ির সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেন ইমন। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির করে ঘরে ঝুলন্ত দেখে ঘরের টিন কেটে তাকে উদ্ধার করে। এ সময় পুলিশকে খবর দিলে এসে লাশ নিয়ে যায়।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’