১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

গাজীপুরে ৮৩৬ বস্তা কাঁচা মরিচ উদ্ধার

গাজীপুরে ৮৩৬ বস্তা কাঁচা মরিচ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের জয়দেবপুরে একটি কোল্ডস্টোরেজ থেকে ৮৩৬ বস্তা কাঁচা মরিচ উদ্ধার করা হয়েছে। এ সময় কোল্ডস্টোরেজের ম্যানেজারকে অর্থদণ্ড করা হয়।

বুধবার (৯ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর-গাজীপুরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তার বি কে বাড়ি রোডের গ্রিন গোল্ড পলেস্টার নামের কোল্ডস্টোরেজ থেকে ওই কাঁচা মরিচ উদ্ধার করা হয়।

মো: শরীফুল ইসলাম জানান, রাজেন্দ্রপুর চৌরাস্তার গ্রিন গোল্ড পলেস্টার নামের কোল্ডস্টোরেজে বিপুল পরিমাণ কাঁচা মরিচ অবৈধভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর-গাজীপুরের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৮৩৬ বস্তায় ৩৬ হাজার ১৯৮ কেজি কাঁচা মরিচ জব্দ করে।

তিনি বলেন, এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৯ ধারায় কোল্ডস্টোরেজের ম্যানেজার মেহেদী হাসানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং জব্দ করা কাঁচা মরিচগুলো বুধবার সকালের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়। এ সময় কোল্ডস্টোরেজের বা কাঁচা মরিচের মালিককে পাওয়া যায়নি। অভিযানে লেফটেন্যান্ট আজমাইনের নেতৃত্বে রাজেন্দ্রপুর সেনানিবাসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত জালালের লাশ উত্তোলন সাবেক এমপিদেরসহ শতাধিক গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম পুলিশ ক্যাডারে নিয়োগে শারীরিক যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুপারিশ বাড়ল স্বর্ণের দাম ঢাকার ১৯ খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ কমিশনের বেনাপোলে আ’লীগের হামলায় নিহত বিএনপি নেতার লাশ আড়াই বছর পর উত্তোলন

সকল