সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাটুরিয়ার যুবক নিহত
- সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ০৯ অক্টোবর ২০২৪, ১৩:৪১
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো: আয়নাল হক (২৫) নামে মানিকগঞ্জের সাটুরিয়ার এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়নাল সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস আলী ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় বছর আগে সৌদি আরব যান আয়নাল। মঙ্গলবার সকালে গাড়িচাপায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আয়নালের বড় ভাই মো: ময়নাল হক বলেন, ‘আমার ভাই সৌদি আরবে নিহত হয়েছে। আমার ভাইয়ের লাশ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ভাইয়ের লাশ দেশে আনার ব্যবস্থা করে দেয়।’
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তা রহমান বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করলে নিহত আয়নালের পরিবারকে সহযোগিতা করা হবে।